Bangla Kobita Club is a Bengali Poetry platform that focuses on modern civilization, livelihood, socialization & its impact on our future as well as in the next generation.
শুধু তাই নয়, বাংলা ভাষার সরলতা ও সৌন্দর্যতাকে তুলে ধরার অনন্য প্রয়াস বাঙলা কবিতা ক্লাব (Bangla Kobita Club)-এর মাধ্যমে। সময়ের পরিবর্তনের মধ্য দিয়ে ‘সাধু ভাষা’ ‘চলিত ভাষা’য় রূপান্তরিত। প্রধানত যে ভাষায় বর্তমানে আমরা মনের ভাব আদান প্রদান করি।
এই বাংলাতে বহু মনিষীর জন্মস্থান, তাদের কর্ম সাধনার পীঠস্থান, কঠিন লড়াইয়ের মধ্যে আজও বেঁচে আছে বাংলা। তাদের পরিশ্রমের ফসল বহু কবিতা, কাব্যগ্রন্থ, সাহিত্য, উপন্যাস – যা বাংলা ভাষাকে উর্বর করে চলেছে।
বাঙলা কবিতা ক্লাব (Bangla Kobita Club)-এর মাধ্যমে বর্তমান অত্যাধুনিক ব্যস্ত বাস্তবিক একঘেঁয়ে জীবনধারাকে কবিতার মধ্যে একদম অন্য ধারায় ফুটিয়ে তোলা হয়েছে। কবিতা হল বহু কল্পনা, বহু ঘটনা, বাস্তবতাকে ভাষার খাঁচায় বন্দী করে ধারাবাহিক ভাবে সকলের সামনে উপস্থাপন করা। এক এক কবিতার মধ্যে, বা কোন স্তবকের মধ্যে, বা কোন লাইনের মধ্যে মানুষের উপলব্ধি জীবন্ত হয়েছে। পড়তে পড়তে মনে হবে হ্যাঁ, এ ঘটনা আমার জীবনে ঘটেছে বা আশেপাশে কারো মধ্যে ঘটতে দেখেছি; সত্যি! এরকম হলে ভালো হতো বা ভালো হতে পারত; একদম বাস্তব! এ ত আমাদের মনের কথা।
আপনাদের উপলব্ধি, আপনাদের অনুভূতি, আপনাদের ভালোলাগাই হল বাঙলা কবিতা ক্লাব (Bangla Kobita Club)-এর সার্থক প্রয়াস।
”বাঙলা কবিতা ক্লাবের পথচলা শুরু সুদীপ্ত মণ্ডলের (Sudipta Mondal) হাত ধরে। তিনি শৈশব থেকে বাঙলা গল্প ও কবিতা লেখা শুরু করেন। তিনি নিজেকে বাঙালি হিসেবে গর্ববোধ করেন। তার অসংখ্য কবিতা আপনাদের জন্য সমর্পিত। যেখানে সাধারন কথা, সাধারন ভাষায় কবিতার মধ্য দিয়ে অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন।
তিনি B.Sc. (Zoology Honors) করেছেন আশুতোষ কলেজ থেকে। তারপর Diploma in Software Application করেন।
তিনি B.Sc. (Zoology Honors) করেছেন আশুতোষ কলেজ থেকে। তারপর Diploma in Software Application করেন।
বর্তমানে তার কন্যা শ্রেয়সী মণ্ডল (Shreyasi Mondal; বয়স মাত্র নয়, ২০২০ সাল) বাবার কর্মে অনুপ্রানিত হয়ে কবিতার সাথে মানানসই জলরং ছবি (Watercolor painting) উপহার দিয়ে চলেছে, যা Bangla Kobita Club-কে সমৃদ্ধ করেছে। সময় অবসরে এডিটিং (editing) এর কাজ করতেও ভীষণ ভালোবাসে সে। যদিও আজ তারা দুজন দুজনার পরিপূরক, পরস্পরের প্রেরনা।
বাঙলা কবিতা ক্লাব (Bangla Kobita Club)-এর অনন্য প্রয়াস মানুষের চিন্তাভাবনাকে কবিতার মধ্যে তুলে ধরা, যার মধ্যে বাস্তবতার ছোঁয়া আছে, কল্পনার রূপটান আছে। যদিও এখানে কবিতাগুলিকে তিনটি ভাগে (category) ভাগ করা হয়েছে-
• ছোটদের কবিতা (Chotoder Kobita) / বাঙলা ছড়া (Bangla Chora) – এখানে ছোটোদের কবিতা বা ছড়া সমগ্রকে একত্রিত করা হয়েছে।
• বাঙলা কবিতা (Bangla Kobita) – এখানে রোমান্টিক কবিতা, আধ্যাত্মিক কবিতা, জীবনদর্শনমূলক কবিতা, রুপক কবিতা ইত্যাদি বর্ণনা করা হয়েছে।
• বাঙলা গান (Bangla Gaan) – এখানে বাঙলা ভাষার আরেকটি দিক বাঙলা গান গুলিকে রাখা হয়েছে।
আবার বাংলা কবিতাকে পড়বেন, বাংলা ভাষাকে জানবেন কিন্তু বাংলাকে জানবেন না, তা কখনও হয় নাকি? তাই ‘About bangla‘ section পাঠকদের জন্য সংযোজন করা হয়েছে।