Join to Our Community
Community Grows With You

Chotoder Kobita: Panda ~ পাণ্ডা

Introduction

Panda (পাণ্ডা)হল ভাল্লুক প্রজাতির প্রাণী। এরা 'জায়েন্ট পাণ্ডা' (Giant Panda) নামেও পরিচিত। এদের scientific name হল Ailuropoda melanoleuca।  দক্ষিন-মধ্য চিনে এদের বসবাস। এরা বিশেষ পরিচিত চোখ, কান ও শরীরের ভিন্ন অংশে কালো ছোপের জন্য। বাঁশ গাছ ও বাঁশ পাতা এদের ভীষণ পছন্দ।

বর্তমানে এরা দুর্লভ প্রজাতির (vulnerable species) অন্তর্ভুক্ত। এদের  সংরক্ষন করতে না পারলে ভবিষ্যতে এরা বিলুপ্ত হয়ে যাবে।    

পাণ্ডা

চিন থেকে ঘুরে আসা, ওই দেখো পাণ্ডা!

লাজুক স্বভাবে ভরা, রসে মাখা চেহারা,

গাল দুটো ফুলোফুলো, ভুঁড়ি খানা খাসা।

কুচকুচে চোখ-কান, মিশমিশে হাত-পা,

রাশভারী ভাব তার, তনু তার দুধ সাদা।

খায় লুটোপুটি খুশিতে, বাঁশ খায় বড় সুখে,

সব কিছু অবশেষে, ভুলে যায় সব শেষে, 

হাইহাই খিদেতে, মাথা ঠোকে দেওয়ালে।

ঝুড়ি ঝুড়ি গাজর মুলি, পেলে ওই নাগালে,

উল্লাসে কেঁদে ফেলে, কটি দোলে আনমনে,

টপাটপ ফেলে মুখে, চোখ দুটো কজলে।

পেতে পেতে না পেলে, রাগ যায় চড়ে,

ডিগবাজি খেতে খেতে, হু হু ছোটে,

জালা ভরা জল খায়, ঝুলে থাকে গাছে,

ছাড়ে না কাউকে, খোঁচা দিলে পিছে,

হাতে নিয়ে ডাণ্ডা, করে দেবে ঠাণ্ডা।

PANDA

Chin Theke Ghure Asa, Oi Dekho Panda!

Laajuk Swovabe Bhora, Roshe Makha Chehara,

Gaal Duto Fulo’Fulo, Bhuri Khana Khasa.

Kuchkuche Chokh-Kaan, Mish’Mishe Haat-Paa,

Rashvari Vaab Tar, Tonu Tar Dudh Sada.

Khai Lutoputi Khusite, Bansh Khai Boro Sukhe,

Sob Kichu Obosese, Vule Jai Sob Sese,

Hai’Hai Khidete, Matha Thhoke Deyowale.

Jhuri Jhuri Gajor Muli, Pele Oi Nagale,

Ullase Kende Fele, Koti Dole Aanmone,

Topatop Phele Mukhe, Chokh Duto Kojle.

Pete Pete Na Pele, Raag Jai Chore,

Digbaji Khete Khete, Hoo Hoo Chhote,

Jala Vora Jol Khai, Jhule Thake Gache,

Chharbe Na Kauke, Khoncha Dile Pichhe,

Haate Niye Danda, Kore Debe Thhanda.

Chotoder Kobita: Choto Theke Boro Howar Lorai ~ ছোটো থেকে বড় হওয়ার লড়াই

Chotoder Kobita: Badole Madol Haowa ~ বাদলে মাদল হাওয়া

Chotoder Kobita: Huga Bagh ~ হুগা বাঘ

Chotoder Kobita: Bhojoner Bhojbaji ~ ভোজনের ভোজবাজি

Chhotoder Kobita : Banchar Lorai ~ বাঁচার লড়াই

Chotoder Kobita: Ghuri Tui Vokatta ~ ঘুড়ি তুই ভোকাট্টা

Chotoder Kobita: Ajob Duniyar Tajjob Ghotona ~আজব দুনিয়ার তাজ্জব ঘটনা

 

Join to Our Community
Community Grows With You
x

This website uses cookies.