Roop Raag (রুপ রাগ) বাংলা কবিতার মধ্যে মানুষ ও হরিনের রুপ সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। মানুষেরা তার রুপকে সকলের সামনে তুলে ধরতে চায়। পশু সমাজে পুরুষ আর মানব সমাজে নারীরা সুন্দরের প্রতীক। নারীর রুপের থেকে পশুর রুপ কোনক্ষেত্রে বেশি হলে তা ঈর্ষার কারন হয়ে দাঁড়ায়। আর সেই মুষ্টিমেয় মানবের হাতে ক্ষমতা থাকলে বহুক্ষেত্রে তার অপব্যাবহার হয়ে থাকে।
রুপ রাগ
হরিনের ভারি লাজ, রুপ তার ঝলসে! অপ্সরা হার মানে সকলের অলখে! তৃপ্তির ধারা ঝড়ে ওই চেরা আঁখিতে, ঢেউ ওঠে বয়ে যায় তারি বাঁকা হাসিতে!
কোমর দুলিয়ে চলে নৃত্যের তালে; শিকারির লালা ঝড়ে টপাটপ্ করে! হাই! হাই! এত রুপ দেবগন দিয়েছে যে তারে! তাই দেখে দেবীসব জ্বলে-পুড়ে মরে।
মারীচ দেখা দেয় সোনালি মৃগের বেশে, রাম বধ করেন সীতার দাবীতে। পশ্যের ঝলকানি কিনা নারীর বেশি? মেনে নেওয়া মানবীর ভীষণ কঠিন!
তুচ্ছরা এভাবেই হেরে যায় মানবের কাছে, নিরিহ মারা পরে পাশবের হাতে। চিরসত্য এমন তথ্য, দাহ করে বারেবারে! অতি গোপনে, ভারি সাবধানে, নিজ অন্তরে।
ROOP RAAG
Horiner Vari Laj, Rup Tar Jholse!
Apswora Har Mane Sokoler Olokhe!
Triptir Dhara Jhore Oi Chera Ankhite,
Dheu Othe Boye Jaay Tari Baka Hasite!
Komor Duliye Chole Nrityer Tale;
Shikarir Lala Jhore Topatop Kore!
Hai! Hai! Eto Rup Debgon Diyeche Je Tare!
Tai Dekhe Debisob Jwole-Pure More.
Maarich Dekha Dei Sonali Mriger Beshe,
Ram Bodh Koren Sitar Dabitey.
Poshyer Jholkani Kina Narir Beshi?
Mene Neyoa Manobir Vison Kothin?
Tucchora Evabei Here Jai Manober Kachhe,
Niriho Mara Pore Pashober Haate.
Chirosotto Emon Tothyo, Daho Kore Barebare!
Oti Gopone, Vari Sabdhane, Nijo Ontore.
Bangla Gaan: Jibon Chakri ~ জীবনচক্রি
Chotoder Kobita: Nishir Nishtobtota ~ নিশির নিঃশব্দতা
Bangla Kobita: Corporate Karmochari ~ কর্পোরেট কর্মচারী
Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই
Bangla Kobita: Jibon Moroner Sondhikhon ~জীবন-মরণের সন্ধিক্ষণ
Bangla Kobita: Monusottyer Moulik Troyee ~ মনুষ্যত্বের মৌলিকত্রয়ী
Bangla Kobita: Poronto Bikale Dariye Jibon ~ পড়ন্ত বিকালে দাঁড়িয়ে জীবন