Join to Our Community
Community Grows With You

Chotoder Kobita : Samoy Mahasunya ~ সময় মহাশূন্য

Introduction

Samoy Mahasunya (সময় মহাশূন্য) কবিতার মধ্যে সময়ের মাহাত্ম ব্যাক্ত হয়েছে। সে সকল ব্যাক্তি সময়ের মূল্য সঠিক বোঝে বা সময়কে কাজে লাগাতে পারে তারাই জীবনে এগিয়ে যায়। যারা সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে, আজ তারা সময়ের নিরিখে সফল আর সময়ের দেওয়ালে স্বর্ণাক্ষরে নিজেদের নাম খোদাই করতে পেরেছে।

প্রযুক্তির অগ্রগতি, চিকিৎসা অগ্রগতি গুনগত ও মানগত এক বিশাল তফাৎ গড়েছে অতীত ও  বর্তমান সভ্যতার। এককথায় এটি শুধুমাত্র সম্ভব হয়েছে নিয়মিত প্রচেষ্টা ও সময়ের সুযোগের সৎব্যাবহারের ফলে। 

সময় মহাশূন্য

সময়, প্রবাহমান জোয়ারের জলোচ্ছ্বাস;

সময়, কালের করাল্গ্রাস! 

সময় থমকে দাঁড়ায় না, হারিয়েও হারে না 

সময় তাদেরই জন্য, সময়ের দেওয়ালে কর্মযজ্ঞে  যারা খোদিত করেছে নাম! 

সময়, অপরাজেয় মানবিক সৃষ্টকারীর জয়!

সময়, নৃশংস পাশবিক শক্তির শেষের পরিচয়। 

সময় তাদেরই সাথে, মরার আগে যারা মরে না! অকালে হারায় না!  

সময় রাখে তাদেরই সাথে, যারা পারে দিতে সময়ের দাম সময়ে। 

সময় তাদেরই পাশে, দুর্বল অসহায় মানসিকতাকে গুঁড়িয়ে দিয়ে জীবন যুদ্ধে করছে লড়াই দৈনিক

হতাশার মরিচিকা ঠেলে, দাঁতে দাঁত চেপে করছে লড়াই প্রকৃত যে সৈনিক। 

সময় শুরু সংসারে, সময় মিলায় মহাশূন্যে

সময় তাদেরই রাখে সাথে, পেরেছে দিতে সেইজনা সময়ের মূল্য সময়ে।  

সময়, ভিন্ন দেশে ভিন্ন স্থানে ভিন্ন মাপ;

সময়, বিশাল মহাশূন্যের কাছে শুধুই কাল্পনিক পরিমাপ!

সময় মানে দ্বন্দ্ব – ভালো মন্দ, সাধু অসাধু, প্ররোচনা প্রবঞ্চনা, সৎ অসতের;

সময় মানে সন্ধিক্ষণ – প্রস্তরযুগ থেকে স্বর্ণযুগ, সত্যযুগ থেকে কলিযুগ, আদিম থেকে আধুনিকের। 

সময় মানে অপেক্ষা, সময় মানেই প্রাপ্তি 

সময় মানে পরিবর্তন, সময় হল শেষের শুরু সমাপ্তির সমাপ্তি।

SAMOY  MAHASUNYA

Samoy, Probahoman Jowarer Jolochhwas;

Samoy, Kaaler Koralgraas!

Samoy Thom’Ke Darai Na, Haariyeo Haar’e Na

Samoy Taderi Janyo, Samoyer Deowaley Kormo Joggey Khodito Korechhe Naam!

Samoy, Oporajeo Manobik Sristokarir Joy!

Samoy, Nrisansho Pashobik Shaktir Sesher Parichoy.

Samoy Taderi Sathey, Morar Aagey Jara More Na! Okale Harai Na!

Samoy Rakhey Taderi Sathey, Jara Paar’e Ditey Samoyer Daam Samoy’e.

Samoy Taderi Passey, Durbol Osohai Manosikota’Ke Gooriye Diye Jibon Yuddhey Korchhe Lorai Dainik

Hotashar Morichika Theley, Daantey Daant Chepey Korchhe Lorai Prakito Je Sainik.

Samoy Suru Sansarey, Samoy Milai Mahasuney

Samoy Taderi Rakhey Sathey, Perechhe Ditey Sei-Jona Samoyer Mulyo Samoy’e.

Samoy, Vinno Deshey Vinno Sthaney Vinno Maap;

Samoy, Bishal Mahasunyer Kachhe Sudhui Kalponik Porimaap!

Samoy Maan’e Dwondo – Valo Mondo, Sadhu Osadhu, Prorochona Probonchona, Sot Osot’er;

Samoy Maan’e Sandhikkhon – Prostoryug Theke Swarnoyug, Sotyayug Theke Koliyug, Aadim Theke Adhuniker.

Samoy Maan’e Opekkha, Samoy Manei Prapti

Samoy Maan’e Poriborton, Samoy Holo Sesher Shuru Somaptir Somapti

Chotoder Kobita : Ami Doshanan ~ আমি দশানন

Chotoder Kobita: Prokriti O Prithibi ~ প্রকৃতি ও পৃথিবী

Chotoder Kobita: Ghuri Tui Vokatta ~ ঘুড়ি তুই ভোকাট্টা

Chotoder Kobita: Ajob Duniyar Tajjob Ghotona ~আজব দুনিয়ার তাজ্জব ঘটনা

Chotoder Kobita: MoonaMan ~ মুনাম্যান

Chotoder Kobita: Panda ~ পাণ্ডা

Chotoder Kobita: Nishir Nishtobtota ~ নিশির নিঃশব্দতা

Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই

Join to Our Community
Community Grows With You
x

This website uses cookies.