Join to Our Community
Community Grows With You

Chotoder Kobita: Sekal O Ekal ~ সেকাল ও একাল

Introduction

Sekal O Ekal (সেকাল ও একাল) কবিতার মধ্যে অতীতের সৌন্দর্য ও বর্তমানের সৌন্দর্যের ফারাক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে ঘন বসতির কারনে খোলা মাঠ, পুকুর কমেছে। গড়ে উঠেছে মাল্টিস্টোরিড বিল্ডিং (Multistoried Buildings), শপিং মল (Shoping Mall)। অতীতের পুরনো দিনগুলো স্মৃতি মন্থন করে যখন মিলিয়ে দেখতে চায় নতুন প্রজন্মকে, তখন অনেক পরিবর্তন চোখের সামনে ভেসে ওঠে, তার ভালো বা খারাপ দুটি বিষয়ই ফুটে ওঠে।

তবে এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই অপরিবর্তিত থাকে - যেমন পথভিক্ষুকের জীবনী, অফিস যাত্রীদের প্রাত্যহিক যাতায়াতের দুর্ভোগ ইত্যাদি।    

সেকাল ও একাল

সোঁ সোঁ বয়ে বায়ু, রোদ ভরা দুপুরে;

সাঁই সাঁই ওড়ে পাতা নিজের খেয়ালে;

চিঁই চিঁই ডাক ছেড়ে পাক খায় চিলে,

ত্রস্ত তটস্থ কাকেরা সমস্বরে আর্তনাদ করে।

ওই বুঝি চিলে হানা দিল বসত বাড়িতে?

ছোট্ট সোনা খাবার ভয়ে গুম্‌সে ওঠে ‘মারে ছেড়ে দে না রে?’

রেগে চিল ক্ষেপে লাল চড়ে বসে টাওয়ারে,

ক্ষান্ত কাকেরা খুশির জোয়ারে সমস্বরে কা’-কা’ গান ধরে!

ফেরিওয়ালা ডাক ছেড়ে অলিগলি ঘুরে ফেরে,

খেঁকিরা অচেনাকে চোর ভেবে আস্ফালনে তাড়া করে!

প্রানের ভয়, বিষম সময়! জল খায় ঢকঢক্‌ ঘটাঘট্‌!

বোঝা কাঁধে কুরিয়ারে দরজায় কড়া নাড়ে টকাটক্‌ ঠক্‌ঠক্‌!

গৃহস্থের কাজ সেরে গার্হস্থ্য আরামে ঢোলে,

ফাঁক বুঝে ছোকরা দল বাগানের ফল দেয় সাবাড়ে!

আদুরে ডাক পেড়ে পুষি পোহায় রোদ আধোছায়া চাতালে,

শালিকের দল পালা করে ঝপাঝপ ডুব দেয় বাগানের খানাতে!  

কিচ্‌কিচ্‌ ডাক ছেড়ে খেলে বেড়ায় চড়াই-এর দল,

কাঠবেড়ালী মনের সুখে চেখে বেড়ায় এগাছের ওগাছের ফল।

হাওয়ার তালে উড়ে বেড়ায় রং-বেরঙের প্রজাপতি,

পরাগ ছড়ায় ফুলে ফুলে, ভারসাম্য রক্ষনে দায়ি।

স্বল্পসময়! কমশ্রম! মধুকর হানা দেয় মিষ্টির রসে দোকানে দোকানে!

একঘেঁয়ে ঘাসপাতা! সুযোগের সৎব্যবহার! বেড়া গলে বাহারির পাতা মুড়ে খায় ছাগলে।

মেঠো ইঁদুর মত্ত শস্য মজুতে, তাল বুঝে ছোঁ মারে শিকারি বাজে!

ছাড়া গরু ঘাস খায় মনের সুখে, সব্জির খেত দাপিয়ে বেড়ায় উন্মত্ত বাছুরে!

মাছি করে ভন্‌ভন্‌ বাজার চত্বরে, কর্পোরেশন কামান দাগে মশা তাড়াতে!

মাটি খুটে পিঁপড়ে ধরে ঘুঘু, ফিঙে আছে মজে মশার ভোজনে।

রোজই ফেরে ঘুরে ঘুরে, সঞ্চয় মুখে আশায় ফেরে বাড়ি দলবেঁধে পাখির সারি,

আজও বেঁচে আছি! ভালো দামের আশায় বুক বাঁধে চাষি।

কিবা দিন কিবা রাত! কিবা এসে যায় রাজনৈতিক পরিবর্তনে? যেমন ছিলাম তেমনি আছি!

খোলা পা, ছেঁড়া পোশাক, দৈন্যদশা, হাড় গিলগিলে পথ শিশুদের ধুলায় মুখ আজও মলিন!

একফালি বেলা এখনও বাকি, কুজনে কলতানে মুগ্ধ প্রকৃতি, 

খন্ড মেঘ ভাসে এদিক ওদিক, সোনালি রোদ ছুঁয়ে যায় পাতায় পাতায়!  

রঙের ছটায় ক্যানভাস তখন রঙ্গিন! শিল্পী ভাবে বিভোর! রঙ ধরেছে রূপরেখার টানে!

ধুলো উড়িয়ে কাদা মেখে শৈশব তাড়িয়ে করে উপভোগ,

নিঃস্ব বৃদ্ধ মন স্বপ্ন জোড়া দেয় আনমনে!

SEKAL O EKAL

Sow Sow Boye Bayu, Rood Vora Dupure;

Sai Sai Ore Pata Nijer Kheyale;

Chi Chi Daak Chhere Paak Khai Chile,

Trosto Totostha Kakera Somoswore Artonaad Kore.

Oi Bujhi Chile Hana Dilo Basot Barite,

Chhoto Sona Khabar Voye Goomse Othe ‘Maa’Re Chhere De Na Re?’

Reg’e Chil Khepe Laal Chore Boshe Tower’e,

Khanto Kakera Khusir Joware Somoswore Kaa Kaa Gaan Dhhore.

Feriowala Daak Chhere Oligoli Ghure Phere,

Khekira Ochena’Ke Chor Vebe Asfalon’e Tara Kore!

Praner Bhoi, Bishom Somoy! Jol Khai Dhokdhok Ghotaghot!

Bojha Kandhe Courier’e Dorjai Kora Nare Tokatok Thhok Thhok!

Grihoster Kaj Sere Garhosthya Aram’e Dhole,

Faak Bujhe Chhokrar Dol Gachher Phol Dei Sabare!

Adure Daak Pere Pussi Pohai Rood Adhochhaya Chatale,

Shaliker Dol Pala Kore  Jhopa Jhop Doob Dei Baganer Khanate!

Kich Kich Daak Chhere Khele Berai Chorai’er Dol,

Kathhberali Moner Sukhe Chekhe Berai E-Gachher O-Gachher Phol.

Haowar Taale Ure Berai Rong-Beronger Projapoti,

Poraag Chhorai Fule Fule, Varsamyo Rakhhone Daayi.

Solpo Somoy! Kom Shrom! Modhukar Hana Dei Mistir Ros’e Dokane Dokane,

Ekgheye Ghaas-Pata! Sujoger Satbyabohar! Bera Gole Baharir Paata Mure Khai Chhagale.

Metho Indur Motto Shosya Mojute, Taal Bujhe Chho Mare Sikari Baaje!

Chhara Goru Ghas Khai Moner Sukhe, Sobjir Khhet Dapiye Berai Uunmotto Bachhure;

Machhi Kore Vonvon Bazar Chottore, Corporation Kamaan Daage Mosha Tarate!

Mati Khute Pipre Dhore Ghughu, Fing’e Achhe Moje Moshar Bhojone.

Rozi Phere Ghure Ghure, Sanchoi Mukhe Ashai Phere Bari Dolbendhe Pakhir Sari,

Ajo Benche Achhi! Bhalo Daam’er Ashai Book Bandhe Chasi!

Kiba Din Kiba Raat! Kiba Ese Jai Raajnoitik Poribortone? Jamon Chhilam Tamoni Achhi!

Khola Paa, Chhera Poshak, Doinyadosha, Haar Gilgile Patha-Sishuder Dhulai Mukh Ajo Molin!

Akfali Bela Akhhono Baki, Kujone Kolotaane Mugdho Prokriti,

Khondo Megh Vaas’e Edik Odik, Sonali Rood Chhuye Jai Patai Patai!

Rong’Er Chhotai Canvas Tokhon Rongin!Shilpi Vaab’e Bivoor!Rong Dhorechhe Rooprekhar Taane!

Dhulo Uriye Kada Mekhe Shoisob Tariye Kore Upobhog,

Niswo Briddha Mon Swopno Jora Dei Aanmone!

Chotoder Kobita: Prokriti O Prithibi ~ প্রকৃতি ও পৃথিবী

Chotoder Kobita: Ghuri Tui Vokatta ~ ঘুড়ি তুই ভোকাট্টা

Chotoder Kobita: Robi O Kobi ~ রবি ও কবি

Chotoder Kobita: Choto Theke Boro Howar Lorai ~ ছোটো থেকে বড় হওয়ার লড়াই

Chotoder Kobita: Nishir Nishtobtota ~ নিশির নিঃশব্দতা

Chotoder Kobita: Panda ~ পাণ্ডা

Chotoder Kobita: Huga Bagh ~ হুগা বাঘ

 

Join to Our Community
Community Grows With You
x

This website uses cookies.