Join to Our Community
Community Grows With You

Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই

Introduction

Taanchoi (তাঞ্চোই) কবিতাটির মধ্যে তাঞ্চোই-এর মধ্য দিয়ে সেই সব মেয়েদের প্রতিমুখ বর্ণনা করা হয়েছে যারা পরিবারবর্গের কাছে ভালোবাসা খোঁজে, তাদের থেকে আদর পেতে কাঙ্গাল। 

প্রতি পদে খোঁটা শুনতে শুনতে হতাসগ্রস্ত হয়ে পড়ে, আপন হয়ে যায় পর, ভালোবাসা মূল্যহীন, মায়া মমতা তুচ্ছ। আমরাই বাধ্য করি তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিতে। কারন আমরা শিশুদের মন বুঝতে অক্ষম অথবা বুঝতে চেষ্টা করি না। কোনক্ষেত্রে জেনে বুঝেই খোঁটা দিই। প্রশ্ন একটাই - কেন? কেন এমনটা করি?

এর উত্তর নেই, আছে বহু অজুহাত। তার মধ্যেও রয়ে যায় প্রশ্ন চিহ্ন - এতে ওই নাবালক বা নাবালিকার কি দোষ? কি পাপে ওদের সাথে এমন ব্যবহার? --আছে উত্তর আপনার কাছে? নেই, উত্তর নেই। কেউ বা অনুশোচনায় দগ্ধে মরে, কারো বা সেটাও নেয়। আমাদের মধ্যে থেকে এভাবেই বহু প্রতিভা হারিয়ে যায়।

পাশ ফেল শুধুমাত্র জীবনের মাপকাঠি নয়, জীবন দর্শন আরও বড়ো, ওদেরকে না বোঝালে বুঝবে কেমন করে? এভাবেই হতাশার কুয়াশা গ্রাস করে চলবে তাজা প্রান।

তাঞ্চোই

মেঘলা আকাশ! খোলা ছাদ! অঙ্গে সজ্জিত ভূষণ! বিনুনিতে গোঁজা গন্ধরাজ;

তরতরে হাওয়ার স্রোত! মাথা তুলে নেয় প্রশ্বাস! শূন্যে মেলে ধরে হাত।

ঝড়ের পূর্বাভাস! খুশিতে দোলে মন তাথৈ! তাথৈ ! তাথৈ!

অকারণ ভয়ে কুঁকড়ে যায় মায়ের মন, ভেসে আসে ডাক “ তাঞ্চোই! তাঞ্চোই! তাঞ্চোই!” 

পড়তে বসে ভায়ের সাথে খুনসুটি, ভালবাসার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি;

নোট বুক ছিঁড়ে প্লেন প্লেন খেলা! ভালোবেসে ইকির মিকির চামচিকি;

খেতে বসে লুকোচুরি! পাত থেকে কাড়াকাড়ি!

যত আবদার ভাইয়ের বেলায়! ঠাম্মি দেয় ধমক “ তাঞ্চোই! তাঞ্চোই! তাঞ্চোই!” 

সকালে পড়তে বসার তাড়া, ভাইকে সঙ্গে নিয়ে স্কুলে চলা;

ক্লাসের ফাঁকে বন্ধুর সাথে গল্প, টিফিন ভাগ করে খাওয়ার ফাঁকে জমিয়ে আড্ডা।

তারই মাঝে টিচারের বকুনি, ভাইয়ের নালিশ, মায়ের চেঁচামেচি!

রেজাল্ট হাতে শুকনো মুখ! অনুশোচনায় হত মন দেয় সাড়া আরেকটু মনোযোগ দিলে ভালো হতো বেশি!

 বাড়ি ফিরে মায়ের বকাঝকা, বাবার চোখরাঙ্গানি! কোথায় গেলি তুই “ তাঞ্চোই? তাঞ্চোই? তাঞ্চোই?” 

তার হাসিমুখ বর্ণহীন ফ্যাকাসে, নিঃসঙ্গতা ডাক দেয় কাছে;

চাপা নিঃশ্বাস, হতাশা পাক্‌ খায় মস্তিষ্কের কলা কোষে।

ঘুম আসে না চোখে, মণি দুটো স্থির সিলিং-এর দিকে;

রাত কেটে নতুন সকাল, দরজা খুলে সবাই দেখে ঝুলে আস্ত দেহ! প্রাণহীন! নিথর!

সবাই কান্নায় আসে ছুটে, ভীষণ কাছে, এতদিন সে চেয়েছিল তাই! একটু স্নেহ! একটু ভালোবাসা!

শেষ বেলায় সবাই করছে আদর জড়িয়ে নিয়ে বুকে, “ মা! দে একবার দে সাড়া! 

তুই যা চাস তাই দেব, আর কখনও দেব না বকা, একটিবার করে দে মা ক্ষমা”।

সে রয়েছে অঘোর ঘুমে নিশ্চল নিশ্চুপ, আয় ফিরে মা আয় কোলে “ তাঞ্চোই! তা..ঞ্চোই! তা..ঞ্চো…ই?”

TAANCHOI

Meghla Akash! Khola Chhad! Onge Sojjito Bhuson! Binunite Gonja Gondhoraaj;

Tortore Haowar Shrot! Matha Tule Nei Proswas! Sunye Mele Dhore Haat.

Jhorer Purbavaas! Khushite Dole Mon Tathoi! Tathoi! Tathoi!

Okarone Voye Kukre Jai Mayer Mon, Vese Ase Daak “Tanchoi! Tanchoi! Tanchoi!”

Porte Bose’e Bhaiyer Sathe Khunsuti, Valobasar Vagavagi Niye Kotha Katakati;

Note Book Chhire Plane Plane Khela! Valobese Ikir-Mikir Chamchiki;

Khete Bose’e Lukochuri! Paat Theke Karakari!

Joto Abdar Bhaiyer Belai! Thammi Dei Dhomok “Tanchoi! Tanchoi! Tanchoi!”

Sokale Porte Bosar Tara, Bhai Ke Songe Niye School’e Chola;

Classer Fanke Bandhur Sathe Golpo, Tiffin Vaag Kore Khaowar Fanke Jomiye Adda.

Tari Majhe Teacher’er Bokuni, Bhaiyer Nalish, Mayer Chencha-Menchi!

Result Haat’e Sukno Mukh! Anusochonai Hoto Mon Dei Sara Aarektu Monojog Dile Valo Hooto Beshi!

Bari Phir’e Mayer Boka-Jhoka, Babar Chokh-Rangani! Kothai Geli Tui “Tanchoi? Tanchoi? Tanchoi?”

Taar Hasimukh Bornohin Fakase, Nisongota Daak Dei Kachhe;

Chapa Niswas, Hotasha Paak Khai Mostisker Kola-Kose.

Ghum Ase Na Chokhe, Moni Duto Sthir Celling-er Dik’e;

Raat Kete Notun Sokal, Dorja Khule Sobai Dekhe Jhule Asto Deho! Pranhin! Nithor!

Sobai Kannai Ase Chhute, Bhison Kachhe, Etodin Se Cheyechhilo Tai! Ektu Sneho! Ektu Valobasa!

Sesh Belai Sobai Korchhe Aador Joriye Niye Buke, “Maa! De Ekbar De Sara!

Tui Ja Chhas Tai Debo, Aar Kokhono Debo Na Boka, Ektibar Kore De Khoma”.

Se Royechhe Oghor Ghume Nischol Nischup! Aye Phire Maa Aye Kol’e “ Tanchoi? Tan..Choi? Ta…N…Choi?”

Chotoder Kobita: Robi O Kobi ~ রবি ও কবি

Chotoder Kobita: Nishir Nishtobtota ~ নিশির নিঃশব্দতা

Chotoder Kobita: Panda ~ পাণ্ডা

Chotoder Kobita: Bhojoner Bhojbaji ~ ভোজনের ভোজবাজি

Chotoder Kobita: Huga Bagh ~ হুগা বাঘ

Chotoder Kobita: Ghuri Tui Vokatta ~ ঘুড়ি তুই ভোকাট্টা

Chotoder Kobita: MoonaMan ~ মুনাম্যান

 

 

Join to Our Community
Community Grows With You
x

This website uses cookies.