Join to Our Community
Community Grows With You

Chotoder Kobita: Badole Madol Haowa ~ বাদলে মাদল হাওয়া

Introduction

Badole Madol Haowa (বাদলে মাদল হাওয়া) কবিতার মধ্যে বর্ষা ঋতুর সৌন্দর্য বর্ণিত। প্রকৃতির প্রতিটি প্রাণীর অনুভব আর তার প্রাকৃতিক কার্যকলাপ ফুটে উঠেছে। বর্ষার বৃষ্টির ধারা গাছ থেকে ধুলোবালিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। বর্ষায় গাছে নতুন পাতা গজায়।   

ছাদহীন এই পশুপাখির দল এই ঋতুকে অনুভব করে। প্রকৃতির নিয়মে এই ঋতুকে তারা প্রজননে কাজে লাগায়। যেমন কচ্ছপ নদী তটে ডিম পেড়ে যায়, ইলিশের ঝাঁক সমুদ্র থেকে নদীর দিকে ডিম পাড়ার উদ্দেশ্যে পাড়ি দেয়।    

বাদলে মাদল হাওয়া

গুরুগুরু ডাক ছাড়ে, ধুলো উড়ে আকাশে,

নীলাকাশ মুখ লুকায় মেঘের আড়ালে।

তরতরে ঝোড়ো হাওয়া, শোঁশোঁ করে,

ফড়িঙের ছোটো ডানা ফড়ফড় করে!

বুক চিড়ে পাক খায় ওই দেখো ঈগলে,

শকুনের চোখ যায় ভাগাড়ের তরে!

ভাগ নিয়ে ভাগাভাগি, চলে কত টানাটানি

কাকে চিলে ছিঁড়ে খায়, শিয়ালে ভাগ পায়। 

খঞ্জনে ডাক ছাড়ে, কাঠঠোকরা মারে উঁকি;

শালিকে খুঁটে খায়, পিছে ধায় বুলবুলি!

বেনেবউ সুর তোলে, সোনাবউ গান ধরে;

তালের সঙ্গত তোলে পায়রার দলে।

টুনটুনির বড় ভয়, বাবুইয়ের কি যে হয়?

মৌটুসী ভারি খুশি, ছাতারের কাঁপে ছাতি!

ঘুঘু পাখি ভয়ে কাবু! খায় দোলা দোয়েলে,

হাড়িচাঁছা বলে বাঁচা! পাক খায় হরিয়ালে।

ময়ূরীর ভারী ক্ষোভ! অভিমানি আজ সে,

পেখম দোলায় ময়ূর, মাদলি হাওয়ার তালে।

বাজ দেখে ভয় পায়, চড়ুই এর প্রান যাই যাই!

বাঁশপাতি ধরে মাছি, ফিঙে ধরে মশা উড়ে উড়ে।

কুবো ফেরে ঝোপে ঝাড়ে, দলবেঁধে টিয়া ওড়ে;

মোহনচূড়া নাড়ায় চূড়া বসে ওই শিরিষ গাছে।

রাতচোরা ভুলে যায় কিবা দিন কিবা রাত!

মাছরাঙা কেড়ে নেয় পানকৌড়ির গ্রাস!

পিঁপড়ে যোগান দেয় ঘর সামলাতে,

ইঁদুরে ভাগ বসায় চাষিদের ক্ষেতে!

ছোটো ছোটো ঢেউ ওঠে নদীর বুকেতে,

চাতকের তেষ্টা মেটে বৃষ্টির ধারাতে!

গ্যংগ্যং ডাকে ব্যাঙ, ঝাঁঝাঁ করে ঝিঁঝিঁ

কশাইয়ের ভারি সুর, সব রসাতলে গেলো বুঝি!

থইথই করে ঢেউ জোয়ারের ঠেলাতে,

দলেদলে কচ্ছপী ডিম পেড়ে যায় তটে!

মেছোরা মাছ ধরে মনের সুখেতে!

ইলিশের ঝাঁক ঢোকে গাঙের জলেতে!

সব শেষ নয় শেষ, ঝরুক বৃষ্টি অবশেষ;

রুক্ষ মাটির সোঁদা গন্ধ, শিহরিত প্রকৃতির প্রতিটি রন্ধ্র।  

BADOLE MADOL HAOWA

Guruguru Daak Chare, Dhulo Ore Akashe,

Nilakash Mukh Lukai Megher Arale.

Tortore Jhoro Haowa, Sho-Sho Kore

Phoring’er Choto Dana Forfor Kore!

Buk Chire Paak Khai Oi Dekho Eagle’e

Sokuner Chokh Jai Vagarer Tore!

Vaag Niye Vagavagi, Chole Koto Tanatani

Kak’e Chil’e Chire Khay, Siyale Vaag Pai.

Khonjone Daak Chare, Kath-Thokra Maar’e Unki;

Shalik’e Khoot’e Khay, Pichhe Dhai Bulbuli!

Benebou Sur Tole, Sonabou Gaan Dhore;

Taal’er Sangot Tole Pairar Dole. 

Tuntunir Boro Bhoi, Babui-Er Ki Je Hoy?

Moutusi Vari Khusi, Chhatarer Kaape Chhati!

Ghughu Pakhi Voye Kabu! Khai Dola Doyel-e,

Haarichacha Bole Bacha! Pak Khai Horiyale.

Moyurir Vari Khov! Ovimani Aaj Se,

Pekhom Dolai Moyur, Madoli Haowar Tale.

Baaz Dekhe Bhoi Pai, Chorui’er Pran Jai Jai!

Banspaati Dhore Machi, Fingey Dhore Mosha Ure Ure.

Kubo Fe’Re Jhop’e Jhar’e, Dol-Bendhe Tiya Ore;

MohanChura Narai Chura Bose’e Oi Sirish Gachhe.    

Raatchora Vule Jaay Kiba Din Kiba Raat!

Machhranga Kere Nei Pankourir Grash!

Pipre Jogan Dei Ghor Samlate,

Idure Vag Bosai Chasider Khete!

Chhoto Chhoto Dheu Othe Nodir Bukete,

Chatoker Testa Ghoche Bristir Dharate!

Gang-Gang Dake Byang, Jha-Jha Kore Jhijhi

Kosaiyer Vari Sur, Sob Rosatole Galo Buji!

Thoi-Thoi Kore Dheu Jowarer Thhelate,

Dole-Dole Kochhopi Dim Pere Jai Tote!

Mechora Maach Dhore Moner Shukhete!

Ilisher Jhank Dhoke Ganger Jolete!

Sob Sesh Noi Sesh, Jhoruk Bristi Obosesh;

Rukkho Matir Sonda Gandho, Sihorito Prokritir Protiti Rondhro. 

Chotoder Kobita: Prokriti O Prithibi ~ প্রকৃতি ও পৃথিবী

Chotoder Kobita: Robi O Kobi ~ রবি ও কবি

Chotoder Kobita: Sekal O Ekal ~ সেকাল ও একাল

Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই

Chotoder Kobita: MoonaMan ~ মুনাম্যান

Chotoder Kobita: Nishir Nishtobtota ~ নিশির নিঃশব্দতা

Chotoder Kobita: Ghuri Tui Vokatta ~ ঘুড়ি তুই ভোকাট্টা

Table: Birds in West Bengal

Birds Name (in Bengali) Birds Name Scientific Name
চিল / Chil Pariah Kite / Black Kite Milvus migrans
ঈগল / Eagle Eagle Haliaeetus leucocephalus
শকুন /Shokun Indian Vulture Gyps indicus
চড়ুই / Chorui House Sparrow Passer domesticus
চাতক / Chatok Pied Crested Cuckoo / Jacobin Cuckoo Clamator jacobinus
ফিঙে / Finge Black Drongo Dicrurus macrocercus
ময়ূর / Mayur Peacock / Indian peafowl Pavo cristatus
মোহনচূড়া / Mohan Chura Hoopoe Upupa epops
কুবো / Kubo Greater Coucal, Crow Pheasant Centropus sinensis
টিয়া / Tia Rose-ringed Parakeet Psittacula krameri
কাঠঠোকরা/ Kaththokra Woodpecker Picoides pubescens
দাঁড়কাক / DaarKak Jackdaw, Raven Corvus corax
খঞ্জন / Khanjan Large Pied Wagtail Motacilla maderapatensis
রাতচোরা / Raatchora Indian Nightjar Caprimulgus asiaticus
দোয়েল / Doyel Magpie Robin Copsychus saularis
কশাই / বাঘটিকি / Koshai Long-tail Shrike Lanius schach
মৌটুসী / Moutusi Sunbird Nectarinia zeylonica
মাছরাঙা / Machhraanga White-breasted kingfisher Halcyn smyrensis
পানকৌড়ি / Pankowri Little Cormorant Phalacrocorax niger
বুলবুলি / Bulbuli Common Bulbul Pycnonotus barbatus
বাঁশপাতি / Banspati Green Bee-eater Merops orientalis
ছাতারে / Chhatare Jungle Babbler Turdoides striatus
হাড়িচাঁছা / Haari Chachha Rufous Treepie Dendrocitta vagabunda
হরিয়াল / Harial Yellow-footed Green Pigeon Treron phoenicoptera
পায়রা / Paira Pigeon Columba livia domestica
ঘুঘু / Ghughu Spotted Dove Streptopelia chinesis
বাবুই / Babui Baya Weaver Ploceus philippinus
টুনটুনি / Tuntuni Tailor Bird Orthotomus sutorius
শালিক / Shalik Indian Mynah Acridotheres tristis
সোনাবউ / Sonabou Indian Golden Oriole Oriolus kundoo
বেনেবউ / বউ কথা কও / Bou Katha Kao Black Hooded Oriole Oriolus xanthornus
ঝিঁঝিঁ / Jhi-Jhi Cricket Acheta domesticus
কচ্ছপ / Kocchop Green Sea Turtle Chelonia mydas
ইঁদুর / Indur Black Rat

Brown Rat

Rattus rattus

Rattus norvegicus

 

Join to Our Community
Community Grows With You
x

This website uses cookies.