Join to Our Community
Community Grows With You

Bangla Kobita: Corporate Karmochari ~ কর্পোরেট কর্মচারী

Introduction

Corporate Karmochari (কর্পোরেট কর্মচারী) কবিতার মধ্যে কিছু ধুরন্ধর কর্পোরেট কর্মচারীর প্রতিমুখ প্রতিফলিত যারা অর্থ ও পদোন্নতির (position) এর জন্য রাজনৈতিক চক্রব্যূহ তৈরি করে। কর্পোরেট কর্মচারী বলতে সাধারণত বড় কোম্পানি বা বহুজাতিক কোম্পানিতে চাকুরী করাকে বোঝায়।

সহকর্মীকে (Colleague) পিষিয়ে, শাসিয়ে এগিয়ে যেতে তৎপর। লাভের জন্য উচ্চপদস্থ কর্মীর স্নেহভাজন হওয়ার চেষ্টা করে। সামনে ভালোমানুষি আর ভেতরে ভেতরে মাকড়সার জাল বুনে সহকর্মীকে হেনস্থা করার জন্য। সুযোগের সৎব্যবহারকে কাজে লাগিয়ে কৌশলে পদোন্নতি ঘটাতে সত্যি জানে। জানে সে খুব ভালভাবে কখন হাতে মারতে হয় আর কখন মারতে হবে পাতে। যাই হোক, প্রকাশ্যে বলতে কুণ্ঠিত করে না সে একজন সফল কর্পোরেট কর্মচারি (Corporate Employee)। বাকিরা বলতে বাধ্য হয় ধন্য তুমি কর্পোরেট কর্মচারি!    

কর্পোরেট কর্মচারী

সৌর্যবির্য প্রতাপহারী,

সূক্ষ হাতে মস্ত তরবারি!

মিষ্টভাষী মানব বহিরাকৃতি,

নিষ্ঠুর কসাইয়ের কূপ অন্তরযামি।

শাসক নয়, শোষক নয়, নয় সে স্বৈরাচারী,

ভাবে কোন অংশে কম নয় সে, মস্ত এক ধুরন্ধর কর্পোরেট কর্মচারী।

শক্তের ভক্ত তাই তারা শক্তির পূজারি!

পদন্নোতির সুযোগ খোঁজে এই সুযোগ সন্ধানি।

দেখাতে ভালোবাসে সর্বদা ভান তাই কাজ দেখাতে;

নিজ অসামর্থতাকে ঢাকতে থোপে দোষ অন্যের ঘাড়ে;

নরম মাটিতে জমায় ঘাঁটি, শাসাই প্রতিপদে অকারনে।

অসাধারনের হাতটি ধরে ধন্য তারা শক্তিধরের পদচুম্বনে,

বস্‌ যখন বাপ, ধরে রাখে কে পাপ? মস্ত সে কালকেউটে।  

পোষণ তোষণ রক্তরসে, শয়তানির শক্তিঘর কলাকোষে,

অবিরত নাট্যপটভূমি তৈরি নার্ভকোষে, জমা মস্তিষ্কের জিনে জিনে।

শয়তানী কৌশলের জাল বুনে করে ফাঁদ পরের জন্যে,

অস্ত্র ছাড়াই শিকার করে, রাজনীতি করে পদোন্নতি পজিশনে।

রক্ত ছাড়াই ঘটায় বিপ্লব, পাতে মেরে করে খুন,

নিজেকে বাঁচাতে মাথা খোঁজে ছত্রছায়াতে, যে থাকে ক্ষমতাতে তারি গায় গুন!

বন্ধুকে পিছে ঠেলে, উপকারিকে পিষিয়ে দিয়ে,

প্ল্যান করে কাত করে, সাবধানে সাবার করে,

পরের সুখ উজাড় করে, উন্নিতি ছিনিয়ে নিয়ে জয়ী হতে চায় সে।

নিজেকে ভালো রাখতে, সবার কাছে ভালো হতে তৎপর প্রতিপদে;

ক্যামেলিওনকেও হার মানায় সে, পরিস্থিতিতে পাল্টায় রঙ বারেবারে।

নয় সে কোনো জংলী! নয় কোনো দ্বীপবাসী! নয় সে কসাই!

সফলতার সিঁড়িতে চড়ে বলতে নেই দ্বিধা, সফল সে ধুরন্ধর কর্পোরেট কর্মচারী!

CORPORATE KARMOCHARI

Sourjo Birjo Prataphari,

Sukhho Haat’e Mosto Torobaari!

Mistovasi Manob Bahirakriti,

Nishthur Kosai’er Koop Antorjami.

Shasok Noy, Shosok Noy, Noy Se Soirachari,

Vaabe Kon Ongshe Kom Noi Se, Mosto Ak Dhurondhar Corporate Karmochari.

Sokter Vokto Tai Tara Saktir Pujari!

Podonottir Sujog Khoje Ei Sujog Sondhani.

Dekhate Valobashe Sarboda Vaan Tai Kaaj Dekhate,

Nijo Osamorthotake Dhhakte Thope Dosh Onyer Ghare;

Norom Matite Jomai Ghati, Shasai Protipode Okarone.

Osadharoner Haat’ti Dho’re Dhonnyo Tara Saktidhorer Padochumbon’e,

Boss Jokhon Baap, Dhore Rakhe Ke Paap? Mosto Se Kalkeute.

Poshon Toshon Roktoross’e, Soitanir Saktighor Kolakosh’e,

Obiroto Natyopotobhumi Toiri Nerve Koskh’e, Joma Mostisker Gene’e Gene’e.

Soitani Kousholer Jaal Boon’e Kore Faad Porer Jonye,

Ostro Chharai Shikar Kore, Rajniti Kore Padonnoti Position’e.

Rokto Chharai Ghotai Biplob, Paat’e Mere’ Kore Khoon,

Nijeke Bachata Matha Khonje Chhatro-Chhayate, Je Thake Khomota’te Tari Gai Goon!

Bondhu’ke Pichhe Thhele, Upokari’ke Pishiye Diye,

Plan Ko’Re Kaat Ko’Re, Sabdhan’e Sabar Kore,

Porer Sukh Uzar Kore, Unnoti Chhiniye Niye Joyi Ho’te Chai Se.

Nijeke Valo Rakhte, Sobar Kachhe Valo Ho’te Totpor Protipod’e;

Camelion’keo Haar Manai Se, Poristhiti’te Paltai Rong Ba’Re Ba’Re.

Noi Se Kono Jongli! Noi Kono Dweep-Baasi! Noi Kono Kosai!

Sofolotar Sirite Chore Bolte Nei Dridha, Sofol Se Dhurandhor Corporate Karmochari!

Bangla Kobita: Protibeshi ~ প্রতিবেশী (The Neighbour)

Bangla Kobita: SukhSari ~ সুখসারি

Bangla Kobita: Sedino Uthechhilo Surjo Mathar Upor ~ সেদিনও উঠেছিল সূর্য মাথার উপর

Bangla Kobita: Ami Ami’i Hote Chai ~ আমি আমিই হতে চাই

Bangla Kobita: Rajnitir Pichhe Chole Rajniti ~ রাজনীতির পিছে চলে রাজনীতি (Politics Run Behind Politics)

Bangla Kobita: Time Machine ~ টাইম মেশিন

Bangla Kobita: Porosh Pathor ~ পরশপাথর

 

Join to Our Community
Community Grows With You
x

This website uses cookies.