Ekok O Ovinno (একক ও অভিন্ন) কবিতার মধ্যে সৃষ্টি ও স্রষ্টার মধ্যে ফারাক বর্ণনা করা হয়েছে। “একক” শব্দটির অর্থ “একা” আর “অভিন্ন” শব্দটির অর্থ ‘অদ্বিতীয়”। যার পরিপূরক (Alternative) কিছু হয় না। অর্থাৎ একাই অদ্বিতীয়। এই পৃথিবীতে ‘একক ও অভিন্ন’ উপাদান হল – “উদ্ভিদ বা গাছ” (Plant). একজন মহৎ, আদর্শবান, গুণীজন তার জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে দেয় – তা সময়ের সাথেই হোক, দেশ রাষ্ট্রের গণ্ডির কারনেই হোক কোথাও না কোথাও, কখনও না কখনও সীমাবদ্ধ হয়ে যায়। তখন সকলের কাছে হয় পৌছায় না বা পৌঁছালেও মুষ্টিমেয়র কাছে তা গ্রহণযোগ্য হয় আবার কিছু জনার কাছে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তবে অক্সিজেন, খাদ্য প্রত্যেক জীবের প্রয়োজন, প্রাণী থেকে উদ্ভিদ, সুধীজন থেকে সাধারন – বাঁচার জন্য কেউ তা অস্বীকার করতে পারে না। এককথায় আমরা যতই জ্ঞানে পরিপূর্ণ হই না কেন, বাঁচার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা জ্ঞানের বুলি আওড়ালেও দরকারে-বেদরকারে এই গাছ-জঙ্গল কেটে সাফ করি। আমরা অকৃতজ্ঞ। ঠিক যেমনি ভালো মানুষের ভান করি সন্তানের সামনে, সুযোগ পেলে আমরাই দুঃশাসন সাজি।
একক ও অভিন্ন
তুমি রবি, আমি তোমার কিরণ; তুমি বৈশাখ, আমি তোমার বৈশাখী ঝড়। তুমি হলে বর্ষা, আমি তোমার বৃষ্টি; তুমি হলে স্রষ্টা, আমি তোমারি হাতে সৃষ্টি।
তুমি মহৎ, আমি তোমার বিবেক; তুমি আদর্শবান, আমি তোমারি আদর্শ। তুমি মানুষ, আমি তোমার মনুষ্যত্ব; তুমিই আমার কারন, আমি তোমার ফলাফল।
তুমি সবুজ, তুমি যোগাও খাদ্য; তুমি একক, যোগাও অক্সিজেন আমাদের জন্য। তুমি অনন্য, দিয়েছ ঠাঁই গৃহহীনদের তোমারি আঁচলতলে; তুমি অসাধারণ, বাঁচিয়ে চলেছ এই ধরাধাম অধমের হাত থেকে। আমি শোষক, শুষে নিই শেষ আহারটুকু!
আমি অকৃতজ্ঞ, পুড়িয়ে শেষ করি তোমার জ্বালানিটুকু! আমি অধর্মী, কেড়ে খাই কারো মুখের গ্রাস! আমি জ্ঞানপাপী, গুঁড়িয়ে দিই অন্যের মাথার ছাদ! তুমি একলাই সম্পূর্ণ, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ!
যতই বলো তুমি আমি! যতই ভাবো আমি তুমি! শুধু মুখেতে ভালোবাসা, পাক খায় মস্তিকে শয়তানি! দিনেতে আওড়াও বানি, রাতে করো হানাহানি, একদিকে তিনিই পিতা, সুযোগে ছেয়ে যায় তারি চোখে নেকড়ের ঝলকানি।।
EKOK O OVINNO
Tumi Robi, Ami Tomar Kiran Tumi Boishakh, Ami Tomar Boishakhi Jhor. Tumi Hole Borsa, Ami Tomar Bristi; Tumi Hole Srosta, Ami Tomari Haate Sristi.
Tumi Mohot, Ami Tomar Vibek; Tumi Adorshoban, Ami Tomari Adarsho. Tumi Manush, Ami Tomar Monusotto; Tumi-I Amar Karon, Ami Tomar Folafol.
Tumi Sobuj, Tumi Jogao Khadyo; Tumi Ekok, Jogao Oxygen Amader Jonyo. Tumi Ononno, Diyecho Thhai Grihohinder Tomari Anchol-Tole; Tumi Osadharon, Bachiye Cholecho Ei Dhoradham Odhomer Haat Theke.
Ami Shoshok, Sushe Neii Sesh Ahar-Tuku! Ami Okritoggo, Puriye Sesh Kori Tomar Jwalani-Tuku! Ami Odhormi, Kere Khai Karo Mukher Grass! Ami Gyanpapi, Guriye Deii Onyer Mathar Chhad! Tumi Eklai Sompurno, Tumi Chhara Ami Osompurno!
Jotoi Bolo Tumi Ami! Jotoi Vabo Ami Tumi! Sudhu Mukhete Valobasa, Paak Khai Mostiske Soitani! Dinete Aorao Bani, Raate Koro Hanahani, Ekdike Tini’i Pita, Sujoge Chheye Jaay Tari Chokhe Nekrer Jholkani.
Chotoder Kobita: Ghuri Tui Vokatta ~ ঘুড়ি তুই ভোকাট্টা
Bangla Kobita: Holigun O Hooligan ~ হোলিগান ও হুলিগান
Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই
Bangla Kobita: Ruposi Bangla Poribortone Biswabangla ~ রূপসীবাংলা পরিবর্তনে বিশ্ববাংলা
Bangla Kobita: Jiboner Mulyayon ~ জীবনের মূল্যায়ন
Bangla Kobita: Sonskari Sonskarok ~ সংস্কারি সংস্কারক
Bangla Kobita: Ami Nari ~ আমি নারী