S abhyo Tumi Bhodro (সভ্য তুমি ভদ্র) কবিতার মধ্যে বর্তমান সমাজে সভ্যতা, ভদ্রতা, নম্রতার মতো মানবিক গুনসব মলিন হতে হতে নিশ্চিহ্ন হতে বসেছে। মানুষ আজ নিজেকে নিয়ে ব্যস্ত, তাই পাশের ঘরে কেউ মরে পড়ে থাকলেও দেখার কেউ নেই। খোঁজ পর্যন্ত নেয় না। কিন্তু কেন? এমন জটিলতা দু-এক পুরুষ আগেও ছিল না। সমাজের এই অবক্ষয়, ভঙ্গুরতার জন্য দায়ী আমরা নিজেরাই। কখনও ছুটছি শ্রেষ্ঠত্বের পিছে, কখনও অর্থ প্রতিপত্তির জন্য, কখনও বা নামযশের পিছে – আর সামজিক বন্ধনগুলোকে হেলায় অবহেলা করছি। ফলে ভালো বন্ধু, ভালো সন্তান, ভালো পিতা বা মাতা, সর্বশেষ ভালো মানুষ হতে পারছি না। আজ দর্প-অহংকারের কৃত্তিম মোড়কে জড়িয়ে যতই পাশের জনাদের তুচ্ছ করি না কেন – মরার পর হয় ওদের কাঁধে চড়ে বা ওদের সাহায্যেই চুল্লিতে পারাপার হতে হবে। অন্যের বিপদকে পরের বিপদ ভেবে দূরে সরিয়ে দিলে, ভাবো কাল বিপদে কে আমাদের পাশে দাঁড়াবে? তাই ছোট্ট জীবন উপলব্ধি করো, বাঁচো আরও বাঁচো, প্রান খুলে বাঁচো, আর অন্যকে বাঁচতে সাহায্য করো। এ তখনি সম্ভব যদি নিজেকে মানুষ ভাবো, নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারো। আমরা পারবই, বিশ্বাস করো আমরা পারবই এ সমাজকে বাঁচাতে। শ্রেষ্ঠত্বের তকমাটা আমরা হেলায় হারাতে দেব না। সভ্য তুমি ভদ্র, নিশির বুকে আশার আলো তুমি অশিক্ষার যম, কুসংস্কারের কালভৈরবী। তুমি অন্ধকারের গরাদে বন্দি, চারিময় হতাশার হাতছানি জীবন যোগায় বাঁচার রসদ! মুক্ত হতে চালায় তাণ্ডব! করে আক্রোশের আস্ফালন, যুগে যুগে তারি প্রতিফলন – ‘খুঁটে খুঁটে মরার চেয়ে, বাঁচো! প্রান খুলে আরও বাঁচো!’ অন্যকে ঘৃণা করো? ঘৃণ্য তোমার সাধ্যি! বাঁচতে চাও নিজের জন্যে? এমন স্বার্থপর তুমি! অপরাজেয় হতে চাও? জয় করো অন্যের হৃদি; হতে চাও তুমি সুখী? মনের অশান্ত কোঁদলে খোঁজো শান্তি। দাও বিলিয়ে অসুখীর মনে, দাও বিলিয়ে দরিদ্রের ঘরে, তুমি নিঃস্ব, তুমি তুচ্ছ, তুমি কাঙালি, তুমি হরি, ঈশ্বরে তুমি। তোমার হাসি বিলিয়ে দাও, শান্তির ডানা মেলে দাও অভুক্তকে যোগাও অন্ন, হতাশার ঘরে জ্বালিয়ে আলো হও তুমি ধন্য! বিকলাঙ্গ আস্ত সমাজকে বাঁচতে শেখাও, বাঁচো তুমি সকলের জন্য। জীবনের পথে একলা চলা, একলাই তুমি পথিকৃৎ জীবন থেকে নিয়ে শিক্ষা, আদর্শে ওঠাও শীর। চলার পথে ছড়িয়ে নুড়ি, প্রতিকুলতাকে মারো তুড়ি মেরুদণ্ড শক্ত করে, মানবিকতায় ভর করে গড়ি উৎকর্ষ মানবতাবাদী। বলো আমি মানুষ, উচ্চমনের অধিকারী; বলো আমরা মানুষ, মনুষ্যত্বের দিশারি। তুমি শ্রেষ্ঠ, হও শ্রেষ্ঠ, গড়ো শ্রেষ্ঠত্বের প্রতীক! ভুলে যাও অন্তরের ব্যাথা, ভুলে যাও হারানোর বেদনা, শোনো তোমার হৃৎস্পন্দন, শোনো রক্তবাহের মধ্যে রক্তপ্রবাহের শব্দ, অনুভব করো তোমার অস্তিত্ব, জাগ্রত হোক পঞ্চইন্দ্রিয়, নিঃশ্বাসে তোমার নাম লেখা, প্রশ্বাসে বেঁচে তুমি, বিশ্বাস করো তুমি জগৎ আর জগৎ ছাড়িয়ে তুমি। সভ্য সত্যই তুমি ভদ্র, নিশির বুকে আশার আলো তুমিই অশিক্ষার যম, কুসংস্কারের কালভৈরবী।সভ্য তুমি ভদ্র
SABHYO TUMI BHODRO
Sabhyo Tumi Bhodro, Nishir Buk’e Ashar Alo
Tumi Ashikkhar Yam, Kusanskar’er Kaal-Voirabi.
Tumi Ondhokar’er Gorad’e Bondi, Charimoy Hotashar Haatchani
Jibon Jogai Banchar Rosod! Mukto Ho’te Chalai Tandob!
Kore Aakrosher Asfalon, Yug’e Yug’e Tari Protifolon –
‘Khunte Khunte Morar Cheye, Bancho! Pran Khule Aro Bancho!’
Onyoke Ghrina Koro? Ghrinyo Tomar Sadhyi!
Banchte Chao Nijer Jonye? Emon Swarthopor Tumi!
Oparejeo Ho’te Chao? Joi Koro Onyer Hridi;
Hote Chao Tumi Sukhi? Moner Osanto Kondol’e Khonjo Santi.
Dao Biliye Osukhir Mone, Dao Biliye Ovagare
Tumi Niswo, Tumi Tuchho, Tumi Kangali, Tumi Hari, Ishwar’e Tumi.
Tomar Hasi Bili’Ye Dao, Santir Dana Me’Le Dao
Ovukto’Ke Jogao Anno, Hotashar Ghor’E Jwaliye Alo Hou Tumi Dhonya!
Bikolango Asto Somaj’Ke Banch’Te Sekhao, Bancho Tumi Sokoler Jonyo.
Jiboner Path’e Ekla Cholo, Eklai Tumi Prothikrit
Jibon Theke Niye Sikhha, Adorshe Othao Shir.
Cholar Poth Choriye Noori, Protikulota’Ke Maro Turi
Merudando Sakto Ko’Re, Manobikotai Bhor Kore Gori Utkorso Manobotabadi.
Bolo Ami Manush, Uccho Moner Odhikari;
Bolo Amra Manush, Monusottyer Dishari.
Tumi Shrestho, Hou Shrestho, Goro Shresthottwer Pratik!
Bhul’E Jao Antorer Byatha, Bhul’e Jao Haranor Bedona,
Sono Tomar Hritspondon, Sono Rokto-Baher Modhye Rokto-Probaher Shobdo,
Onuvob Koro Tomar Ostitwo, Jagroto Hoak Pancho-Indriyo,
Niswas’e Tomar Naam Lekha, Proswas’e Benche Tumi,
Biswas Koro Tumi Jagat Aar Jagat Chhariye Tumi.
Sabhyo Sotyoi Tumi Bhodro, Nishir Buk’e Ashar Alo
Tumi’i Ashikkhar Yam, Kusanskar’er Kaal-Voirabi.
Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই
Bangla Kobita: Porosh Pathor ~ পরশপাথর
Bangla Kobita: Corporate Karmochari ~ কর্পোরেট কর্মচারী
Bangla Kobita: Nochhar Prem ~ নচ্ছার প্রেম
Bangla Kobita: SukhSari ~ সুখসারি
Bangla Kobita: Olotpuran ~ ওলট্পুরান