Ghuri Tui Vokatta (ঘুড়ি তুই ভোকাট্টা) কবিতার মধ্যে ঘুড়ির সাধ, স্বপ্ন এককথায় তার আত্মজীবনী বর্ণনা করা হয়েছে। একসময় বাংলাতে ঘুড়ির প্রচলন জমিদার, ধনী পরিবার থেকে সাধারন মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিল। ঘুড়ি প্রতিযোগিতা ঘটা করে হত। আগে বিকেল মানেই ঘুড়ির লড়াই, চিল চিৎকার ভোকাট্টা…ভো…কা…ট্টা। সময়ের পরিবর্তনে ঘুড়ি এখন সখ। খোলা আকাশে একটা আধটা ওড়ে নিজের মতো। ঘুড়ির আক্ষেপ আমার হাতে সময় আছে, প্রকৃতির হাতে আছে কিন্তু আজকের মানুষের কাছে নেই, শিশুদের হাতে নেই। ঘুড়ি মানে মাঞ্জা সুতো, কাঠির উপরে জড়ানো কাগজ নয় …ঘুড়ি মানে দিনের ক্লান্তি মুছে ফেলা, অবসর সময় আনন্দের সাথে কাটানো… ঘুড়ি মানে খোলা আকাশ, প্রান ভরে নিঃশ্বাস, মাথা তুলে নিজেকে চেনা, আনন্দের সাথে বাঁচতে শেখা, লড়াই করে উপরে ওঠা…ঘুড়ি মানে প্রকৃতিকে জানা, হাওওার স্রোতকে অনুভব করা, পড়ন্ত বিকেলের রঙিন আকাশকে দেখা, বাড়ি ফেরা পাখিদের ঝাঁকে ঝাঁকে দেখা…ঘুড়ি মানে উপলব্ধি, গোটা একটা দিন পার হয়ে যাওয়া! জীবনের একটা দিন পার হয়ে যাওয়া! ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ হয়ে যাওয়া! তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, মানে আজ যেখানে আমি কাল সেখানে শূন্য!ঘুড়ি তুই ভোকাট্টা
জীবন তদের বৃথা, চার দেওয়ালে বাঁধা, বড় স্বপ্নের আশা নিয়ে তোদের বেড়ে ওঠা! লাগাম দিয়ে বাঁধা তোরা, হাসতে তোদের মানা, তরতরিয়ে উড়ছে ঘুড়ি, বলে ভোকাট্টা!
চঞ্চলও মন, দুলছে নয়ন, স্বপ্ন কে সত্যি করতে জীবন করেছ বরন! সাধনার উর্দ্ধে গিয়ে লক্ষ্য হোক তোদের পূরণ! ছোট্ট জীবন! ভারী অদ্ভুত! কতো বিচিত্র! ভরা রহস্য! কথা গুলো ভীষণ শোনা, পড়া ওই বইয়ের পাতায়, শূন্য ভাণ্ড অনুভবের অনুভূতি, বাকি তখনও ফোর্থ ডাইমেনশানে জীবন দর্শন! বাকির চিরকুঠ দিয়েছে ফাঁকি। অর্থ-নাম-জশ-প্রতিপত্তির লোভে ছোটা, খালি হাত সবই ফাঁকা! চাওয়া পাওয়া, লোভ লালসের সমাপ্তি ওই মরনের হাতছানিতে! পুড়ে খাঁক চিতা-ভস্মে! সব পাওয়া সবই ফাঁকা, মুক্ত হাত তখনও ঢাকা! প্রাপ্তির মূল্য শুধুই ফাঁকা, জীবনের মূল্য দেখছি সত্যি বৃথা! আমি নই বলছে ঘুড়ি, জীবন তোদের বৃথা! বলছে ভোকাট্টা!
ফাঁকা মাঠ খোলা ছাদ, পড়ন্ত বিকেল ডাকছে আজ, ডাকছে তোমায়, ডাকছে আমায় পড়া ফেলে ছুটে আয়, সেঁকে নে খোলা গা’! এখনও আছিস ঘুমে, বাঁধন ছিঁড়ে আয় উঠে। উড়ছে পাখি , উড়ছে ঘুড়ি, উড়ে যাই ছেঁড়া পাতা; খোলা হাওয়া! ছাতি ভরে নে শ্বাস, হাত তুলে উড়ে যা! মাথা তুলে দেখ চেয়ে, নিজেকে নে চিনে! দিগন্ত রাঙিয়ে আকাশ, দিচ্ছে তোদের আহ্বান। মাঞ্জা দেওয়া সুতোর টানে, গোত্তা খেয়ে পড়ছে ঘাড়ে, সর্পিলাকারে পেঁচিয়ে নিয়ে, বিষ ছোবলে গর্জে ওঠে! খোলা পায়ে ছুটে আয়, অবাক কিছু দেখে যা! দেখে যা চিচিং ফাঁক! ভাগ্য তোদের খুলে যাক! যাচ্ছি আমি বহু দূরে, চেঁচিয়ে সবাই বলিস, ঘুড়ি তুই ভোকাট্টা ! আমি নই বলছে ঘুড়ি, বৈতোরনি পার করি! ভাগ্য আমার ভোকাট্টা!
GHURI TUI VOKATTA
Jibon Toder Britha, Char Deowale Bandha, Boro Swopner Asha Niye Toder Bere Otha! Lagam Diye Bandha Tora, Haaste Toder Mana, Tortoriye Urcche Ghuri, Bole Vokatta!
Chancholo Mon, Dhulche Noyon, Swopno Ke Sottyi Korte Jibon Korechho Boron! Sadhanar Urdhey Giye Lakhya Hoak Toder Puron! Chotto Jibon! Vari Odbhut! Koto Bichitra! Vora Rohosyo! Kotha Gulo Bhison Shona, Pora Oi Boiyer Patai, Sunyo Vando Onuvober Onuvuti, Baki Tokhono Fourth Dimension’e Jibon Dorshon, Bakir Chirkuth Diyechhe Faaki. Ortho-Naam-Josh-Protipotti’er Lobhe Chhota, Khali Haat Sobi Fanka! Chaowa Paowa, Lobh Lalosar Somapti Oi Moroner Haatchanite! Pur’e Khaak Chhai-Vosme! Sob Paowa Sobi Faaka, Mutho Haat Tokhono Dhaka! Praptir Mullyo Sudhui Faaka, Jiboner Mulyo Dekhchhi Sottyi Britha! Ami Noi Bolche Ghuri, Jibon Toder Britha! Bolchhe Vokatta!
Faaka Math Khola Chhad, Poronto Bikel Dakchhe Aaj, Dakchhe Tomai, Dakchhe Amai Pora Fel’e Chhutte Aye, Senke Ne Khola Ga’. Ekhono Achhis Ghume, Baadhon Chhire Aye Uthe. Urchhe Pakhi, Urchhe Ghuri, Ure Jai Chhera Paata; Khola Haowa! Chhati Vore Ne Swas, Haat Tule Ure Ja! Matha Tule Dekh Cheye, Nijeke Ne Chiney! Diganto Rangiye Akash, Dichhe Toder Aohhan. Manja Deowa Sutor Tane, Gotta Kheye Porchhe Ghar’e, Sorpilakare Penchiye Niye, Bish Chhobole Gorje Uthe! Khola Paaye Chhute Aye, Obak Kichhu Dekhe Ja! Dekhe Ja Chiching Faak! Vagya Toder Khule Jaak! Jachhi Ami Bohu Dur’e, Chechiye Sobai Bolis, Ghuri Tui Vokatta! Ami Noi Bolche Ghuri, Boitoroni Paar Kori! Vagya Amar Vokatta!
Chotoder Kobita: Sekal O Ekal ~ সেকাল ও একাল
Bangla Kobita: Taanchoi ~ তাঞ্চোই
Chotoder Kobita: Ajob Duniyar Tajjob Ghotona ~আজব দুনিয়ার তাজ্জব ঘটনা
Chotoder Kobita: Choto Theke Boro Howar Lorai ~ ছোটো থেকে বড় হওয়ার লড়াই
Chotoder Kobita: Prokriti O Prithibi ~ প্রকৃতি ও পৃথিবী
Chotoder Kobita: Robi O Kobi ~ রবি ও কবি
Chotoder Kobita: MoonaMan ~ মুনাম্যান